সহিহ বুখারী শরীফ অধ্যায় "সালাতের ওয়াক্তসমূহ" হাদিস নং -৫৩৪
৫৩৪
See previous Hadith
আবু হুরায়রা (রাঃ) ও
‘আবদুল্লাহ্ ইবনু 'উমর (রাঃ) থেকে বর্ণিতঃ
আল্লাহ্র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যখন
গরমের প্রচণ্ডতা বৃদ্ধি পায়, তখন গরম কমলে সালাত আদায় করবে। কেননা, গরমের
প্রচণ্ডতা জাহান্নামের নিঃশ্বাসের অংশ।
No comments