৯৪. সূরা আল-ইনশিরাহ বাংলা উচ্চারণ সহ অনুবাদ
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
উচ্চারণ বিসমিল্লাহির রাহমানির
রাহিম
অনুবাদ পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ94.1
উচ্চারণ ৯৪.১। আলাম্ নাশ্রাহ্
লাকা ছোয়াদ্রাকা।
অনুবাদ ৯৪.১ আমি কি তোমার জন্য তোমার বক্ষ প্রশস্ত করিনি?
وَوَضَعْنَا عَنْكَ وِزْرَكَ94.2
উচ্চারণ ৯৪.২। অওয়াদ্বোয়া’না-
‘আন্কা ওয়িয্রাকা।
অনুবাদ ৯৪.২ আর আমি নামিয়ে দিয়েছি তোমার থেকে তোমার বোঝা,
الَّذِي أَنْقَضَ ظَهْرَكَ94.3
উচ্চারণ ৯৪.৩। আল্লাযী য় আন্ক্বাদ্বোয়া
জোয়াহ্রকা।
অনুবাদ ৯৪.৩ যা তোমার পিঠ ভেঙ্গে দিচ্ছিল।
وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ94.4
উচ্চারণ ৯৪.৪। অরাফা’না-লাকা
যিক্রক্।
অনুবাদ ৯৪.৪ আর আমি তোমার (মর্যাদার) জন্য তোমার স্মরণকে সমুন্নত করেছি।
فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا94.5
উচ্চারণ ৯৪.৫। ফাইন্না মা‘আল্
উ’স্রি ইয়ুস্রান্।
অনুবাদ ৯৪.৫ সুতরাং কষ্টের সাথেই রয়েছে সুখ ।
إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا94.6
উচ্চারণ ৯৪.৬। ইন্না মা‘আল্
উ’স্রি ইয়ুস্র-।
অনুবাদ ৯৪.৬ নিশ্চয় কষ্টের সাথেই রয়েছে সুখ ।
فَإِذَا فَرَغْتَ فَانْصَبْ94.7
উচ্চারণ ৯৪.৭। ফাইযা-ফারাগ্তা
ফান্ছোয়াব্।
অনুবাদ ৯৪.৭ অতএব যখনই তুমি অবসর পাবে, তখনই কঠোর ইবাদাতে রত হও।
وَإِلَى رَبِّكَ فَارْغَبْ 94.8
উচ্চারণ ৯৪.৮। অইলা-রব্বিকা
র্ফাগব্।
অনুবাদ ৯৪.৮ আর তোমার রবের প্রতি আকৃষ্ট হও।
বি.দ্র: অন্য ভাষায় কুরআন সঠিক উচ্চারণ লেখা কখনই সম্ভব নয়। অনুগ্রহপূর্বক কষ্ঠ করে আরবি শিখবেন। অথবা মুখস্থ করে একজন আলেমকে শুনিয়ে ভূল সংসোধন করে নিবেন।
আরও পড়ুন-
৩০ পাড়া কুরআন শরীফ, আরবী ও বাংলা উচ্চারন-অর্থ সহ
নিচে থেকে আপনার প্রয়োজনীয় লিংটিতে ক্লিক করুন বিস্তারিত দেখতে পাবেন
No comments