রাহে বেলায়াত চতুর্থ অধ্যায় - অনুচ্ছেদ-১৮, শিশুদের হেফাজতের দু‘আ

চতুর্থ অধ্যায় - অনুচ্ছেদ-১৮,

যিকর নং ১৮০ : শিশুদের হেফাজতের দু

أُعِيذُكُمْ (أعوذُ) بكلماتِ اللهِ التامَّةِ مِن كُلِّ شيطانٍ وهامَّةٍ ومِن كُلِّ عَيْنٍ لامَّةٍ


উচ্চারণঃ ঈযুকুম (অথবা: ঊযু) বিকালিমা-তিল্লা-হিত তা-ম্মাতি মিন কুল্লি শাইতানিওঁ ওয়া হা-ম্মাহ, ওয়াআইনিল লা-ম্মাহ

অর্থঃ আমি তোমাদেরকে আশ্রয়ে রাখছি (অথবা, আমি আশ্রয় গ্রহণ করছি) আল্লাহর পরিপূর্ণ কথাসমূহের, সকল শয়তান থেকে, সকল ক্ষতিকারক পোকামাকড় প্রাণী থেকে এবং সকল ক্ষতিকারক দৃষ্টি থেকে

রাসূলুল্লাহ (সা.) এই বাক্যগুলি দ্বারা হাসান হুসাইনকে (রাঃ) হেফাজত করাতেন। তিনি বলতেন, ইবরাহীম (.) এই বাক্যদ্বারা তার দুই সন্তান ইসমাঈল ইসহাককে () হেফাজত করাতেন।[1]সকল মুমিন পিতা মাতার উচিত সকাল সন্ধ্যায় এই বাক্যগুলি পাঠ করে সন্তানদের ফুঁক দেওয়া দু করা

[1] সহীহ বুখারী /১২৩৩, নং ৩১৯১, সুনানুত তিরমিযী /৩৯৬, নং ২০৬০

No comments

Powered by Blogger.