রাহে বেলায়াত চতুর্থ অধ্যায় - অনুচ্ছেদ-২২, উপকারীর কৃতজ্ঞতা প্রকাশক দু’আ

চতুর্থ অধ্যায় - অনুচ্ছেদ-২২, 

যিকর নং ১৮৪ : উপকারীর কৃতজ্ঞতা প্রকাশক দু

جزاك الله خيرا

উচ্চারণজাযা-কাল্লা-হু খাইরান।
অর্থ: আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন

আমরা পূর্ববর্তী অধ্যায়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছি। আমরা দেখেছি যে, মুমিন কাউকে উপকরার করলে কখনোই তার থেকে কৃতজ্ঞতা বা প্রতিদানের আশা করে না। পক্ষান্তরে উপকৃত মুমিনের দায়িত্ব, উপকারীর কৃতজ্ঞতা প্রকাশ করা, তার প্রশংসা করা, তার উপকারের কথা অকপটে স্বীকার করা এবং তার জন্য দু করা। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, কেউ কারো উপকার করলে সে যদি উপকারীকে এই কথা বলে কৃতজ্ঞতা জানায় তাহলে তা সর্বোত্তম প্রশংসা করা হবে। হাদীসটি হাসান।[1]

[1] সুনানুত তিরমিযী /৩৮০, নং ২০৩৫

No comments

Powered by Blogger.