রাহে বেলায়াত চতুর্থ অধ্যায় - অনুচ্ছেদ-১৪, হাঁচির যিকর সমূহ

চতুর্থ অধ্যায় - অনুচ্ছেদ-১৪, 

যিকর নং ১৭৪ : হাঁচির যিকরসমূহ

() কারো হাঁচি হলে তিনি বলবেন:

الحمد لله على كل حال

উচ্চারণঃ আল-‘হামদু লিল্লা-হিআলা- কুল্লিহাল
অর্থঃ সকল অবস্থায় সকল প্রশংসা আল্লাহর জন্য

() হাঁচি প্রদানকারীকে (আল্-‘হামদু লিল্লা-) বলতে শুনলে শ্রোতা বলবেনঃ

يرحمك الله

উচ্চারণঃ ইয়ারহামু কাল্লা-হু
অর্থঃ আল্লাহ আপনাকে রহমত করেন


(
). হাঁচিদাতাকে কেউ (ইয়ারহামুকাল্লাহ) বললে তিনি উত্তরে বলবেন:

يهديكم الله ويصلح بالكم


উচ্চারণঃ ইয়াহদিকুমুল্লা-হু ওয়া ইউস্বলিহু বা-লাকুম

অর্থঃ আল্লাহ আপনাদেরকে হেদায়েত প্রদান করেন এবং আপনাদের অবস্থাকে ভালো পরিশুদ্ধ করেন।

হাঁচি দিলে সুন্নাত- ‘আলহামদু লিল্লাহ’, ‘আল-হামদু লিল্লাহি রাব্বিল আলামীনবাআল-হামদু লিল্লাহি আলা কুল্লি হালবলা। হাঁচি-দাতা এই যিকর করলে তাঁর পাওনা যে, যিনি উক্ত যিকর শুনবেন তিনি তাঁকে (হাঁচি প্রদানকারীকে) দু করে বলবেন: ইয়ারহামুকাল্লা-হু। এই দুআর উত্তরে হাঁচি প্রদানকারী বলবেন : ইয়াহদিকুমুল্লা-হু, অথবা ইয়াহদিকুমুল্লা-হু ওয়া ইউস্বলিহু বা-লাকুম। সালামের উত্তর প্রদানের ন্যায় হাঁচির দুআর উত্তর প্রদানের জন্য হাদীসে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের সমাজে এই সুন্নাতগুলি অবহেলিত

No comments

Powered by Blogger.