রাহে বেলায়াত প্রথম অধ্যায় অনুচ্ছেদ-৮,

. কুরআন-হাদীসের আলোকে যিকরের পরিচয় - () সকাল-বিকালে আল্লাহর নামের যিকর অর্থ সালাত আদায় করা

কুরআন করীমে ইরশাদ করা হয়েছেঃ

وَاذْكُرِ اسْمَ رَبِّكَ بُكْرَةً وَأَصِيلًا


এবং সকালে বিকালে তোমার প্রভুর নাম যিকর কর।”[1]

এই আয়াতের ব্যাখ্যায় ইবনু যাইদ বলেনঃসকালের যিকর ফজরের সালাত এবং বিকালের যিকর যোহরের সালাত।[2] ইমাম তাবারী এর ব্যাখ্যায় বলেনঃহে মুহাম্মাদ, আপনি আপনার প্রভুর নামের যিকর করুন। সকালে ফজরের সালাতে এবং বিকালে যোহর আসরের সালাতের মধ্যে আপনি তাঁকে তাঁর নাম ধরে ডাকুন।”[3]

আল্লামা কুরতুবী এই আয়াতের তাফসীরে বলেনঃসকালে বিকালে আপনার প্রভুর নামের যিকর করুন, অর্থাৎ দিনের প্রথমে ফজরের সালাত দিনের শেষে যোহর আসরের সালাত আপনার প্রভুর জন্য আদায় করুন। আর রাত্রে তাঁর জন্য সাজদা করুন অর্থ মাগরিব ঈশা সালাত আদায় করুন। আর দীর্ঘ রাত্র তাঁর তাসবীহ করুন অর্থ রাত্রে নফল সালাত আদায় করুন।’[4]


উপরিউক্ত আয়াতের ব্যাখ্যায় তাফসীরে জালালাইনে বলা হয়েছেঃআপনি আপনার প্রভুর নাম যিকর করুন সালাতের মধ্যে সকালে বিকালে অর্থাৎ ফজর, যোহর আসরের সালাতে।”[5]

[1] সূরা ইনসানঃ ২৫।

[2]
তাবারী, তাফসীরে তাবারী ২৯/২২৫।

[3]
তাবারী, তাফসীরে তাবারী ২৯/২২৫।

[4]
তাফসীরে কুরতুবী ১৯/১৫০।

[5]
তাফসীরে জালালাইন /৭৮৩

No comments

Powered by Blogger.