রাহে বেলায়াত প্রথম অধ্যায় অনুচ্ছেদ-৮,
ঙ. কুরআন-হাদীসের আলোকে যিকরের পরিচয় - (৩) সকাল-বিকালে আল্লাহর নামের যিকর অর্থ সালাত আদায় করা
কুরআন করীমে ইরশাদ করা হয়েছেঃ
وَاذْكُرِ اسْمَ رَبِّكَ بُكْرَةً
وَأَصِيلًا
“এবং সকালে
ও বিকালে
তোমার
প্রভুর
নাম যিকর
কর।”[1]
এই আয়াতের ব্যাখ্যায় ইবনু যাইদ বলেনঃ “সকালের যিকর ফজরের সালাত এবং বিকালের যিকর যোহরের সালাত।[2] ইমাম তাবারী এর ব্যাখ্যায় বলেনঃ ‘হে মুহাম্মাদ, আপনি আপনার প্রভুর নামের যিকর করুন। সকালে ফজরের সালাতে এবং বিকালে যোহর ও আসরের সালাতের মধ্যে আপনি তাঁকে তাঁর নাম ধরে ডাকুন।”[3]
আল্লামা
কুরতুবী
এই আয়াতের
তাফসীরে
বলেনঃ
‘সকালে
ও বিকালে
আপনার
প্রভুর
নামের
যিকর
করুন,
অর্থাৎ
দিনের
প্রথমে
ফজরের
সালাত
ও দিনের
শেষে
যোহর
ও আসরের
সালাত
আপনার
প্রভুর
জন্য
আদায়
করুন।
আর রাত্রে
তাঁর
জন্য
সাজদা
করুন
অর্থ
মাগরিব
ও ঈশা’র সালাত
আদায়
করুন।
আর দীর্ঘ
রাত্র
তাঁর
তাসবীহ
করুন
অর্থ
রাত্রে
নফল সালাত
আদায়
করুন।’[4]
উপরিউক্ত
আয়াতের
ব্যাখ্যায়
তাফসীরে
জালালাইনে
বলা হয়েছেঃ
“আপনি
আপনার
প্রভুর
নাম যিকর
করুন
সালাতের
মধ্যে
সকালে
ও বিকালে
অর্থাৎ
ফজর, যোহর
ও আসরের
সালাতে।”[5]
[1] সূরা
ইনসানঃ
২৫।
[2] তাবারী,
তাফসীরে
তাবারী
২৯/২২৫।
[3] তাবারী,
তাফসীরে
তাবারী
২৯/২২৫।
[4] তাফসীরে
কুরতুবী
১৯/১৫০।
[5] তাফসীরে
জালালাইন
১/৭৮৩।
No comments