১০১. সূরা আল-ক্বারিয়া বাংলা উচ্চারণ সহ অনুবাদ

সুরা নং – ১০১: সূরা ক্বারিয়া

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ  

উচ্চারণ বিসমিল্লাহির রাহমানির রাহিম  

অনুবাদ পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

 الْقَارِعَةُ101.1  

উচ্চারণ ১০১.১। আল্ক্ব-রি‘আতু  

অনুবাদ ১০১.১ মহাভীতিপ্রদ শব্দ।

 مَا الْقَارِعَةُ101.2  

উচ্চারণ ১০১.২। মাল্ক্ব-রি‘আহ্।  

অনুবাদ ১০১.২ মহাভীতিপ্রদ শব্দ কি?

وَمَا أَدْرَاكَ مَا الْقَارِعَةُ101.3  

উচ্চারণ ১০১.৩। অমা য় আদ্র-কা মাল্ক্ব-রি‘আহ্।  

অনুবাদ ১০১.৩ তোমাকে কিসে জানাবে মহা ভীতিপ্রদ শব্দ কি?

 يَوْمَ يَكُونُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوثِ101.4  

উচ্চারণ ১০১.৪। ইয়াওমা ইয়াকূনুন্না-সু কাল্ফার শিল্ মাব্ছূছি।  

অনুবাদ ১০১.৪ যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মত,

 وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنْفُوشِ101.5  

উচ্চারণ ১০১.৫। অতাকূনুল্ জ্বিবা-লু কাল্ ই’হ্নিল্ মান্ফূশ্।  

অনুবাদ ১০১.৫ আর পর্বতরাজি হবে ধুনা রঙিন পশমের মত।

 فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ101.6  

উচ্চারণ ১০১.৬। ফাআম্মা-মান্ ছাকুলাত্ মাওয়া-যীনুহূ।  

অনুবাদ ১০১.৬ অতঃপর যার পাল্লা ভারী হবে,

فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ101.7  

উচ্চারণ ১০১.৭। ফাহুওয়া ফী ঈ’শার্তি রা-দ্বিয়াহ্  

অনুবাদ ১০১.৭ সে থাকবে সন্তোষজনক জীবনে;

وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ101.8  

উচ্চারণ ১০১.৮। অআম্মা- মান্ খাফ্ফাত্ মাওয়া-যীনুহূ।  

অনুবাদ ১০১.৮ আর যার পাল্লা হালকা হবে,

فَأُمُّهُ هَاوِيَةٌ101.9  

উচ্চারণ ১০১.৯। ফাউম্মুহূ হা-ওয়িয়াহ্।  

অনুবাদ ১০১.৯ তার আবাস হবে হাবিয়া।

وَمَا أَدْرَاكَ مَا هِيَهْ101.10  

উচ্চারণ ১০১.১০। অমা য় আদ্রা-কা মা-হিয়াহ্  

অনুবাদ ১০১.১০ আর তোমাকে কিসে জানাবে হাবিয়া কি?

 نَارٌ حَامِيَةٌ 101.11  

উচ্চারণ ১০১.১১। না-রুন্ হা-মিয়াহ্।  

অনুবাদ ১০১.১১ প্রজ্জ্বলিত অগ্নি।

No comments

Powered by Blogger.