১০০. সূরা আল-আদিয়াত বাংলা উচ্চারণ সহ অনুবাদ
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
উচ্চারণ বিসমিল্লাহির রাহমানির
রাহিম
অনুবাদ পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
وَالْعَادِيَاتِ ضَبْحًا100.1
উচ্চারণ ১০০.১। অল্ ‘আ- দিয়া-তি
দ্বোয়াব্হান্
অনুবাদ ১০০.১ কসম ঊর্ধশ্বাসে ছুটে যাওয়া অশ্বরাজির,
فَالْمُورِيَاتِ قَدْحًا100.2
উচ্চারণ ১০০.২। ফাল্ মূরিয়া-তি
ক্বাদ্হান্
অনুবাদ ১০০.২ অতঃপর যারা ক্ষুরাঘাতে অগ্নি স্ফূলিঙ্গ ছড়ায়,
فَالْمُغِيرَاتِ صُبْحًا100.3
উচ্চারণ ১০০.৩। ফাল্মুগীর-তি
ছুব্হান্
অনুবাদ ১০০.৩ অতঃপর যারা প্রত্যুষে হানা দেয়,
فَأَثَرْنَ بِهِ نَقْعًا100.4
উচ্চারণ ১০০.৪। ফাআর্ছানা-বিহী
নাক্বআ’ন্।
অনুবাদ ১০০.৪ অতঃপর সে তা দ্বারা ধুলি উড়ায়,
فَوَسَطْنَ بِهِ جَمْعًا100.5
উচ্চারণ ১০০.৫। ফাওয়াসাতনা
বিহী জ্বাম্‘আন্।
অনুবাদ ১০০.৫ অতঃপর এর দ্বারা শত্রুদলের ভেতরে ঢুকে পড়ে;
إِنَّ الْإِنْسَانَ لِرَبِّهِ لَكَنُودٌ100.6
উচ্চারণ ১০০.৬। ইন্নাল্ ইন্সা-না
লিরব্বিহী লাকানূদ্।
অনুবাদ ১০০.৬ নিশ্চয় মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ।
وَإِنَّهُ عَلَى ذَلِكَ لَشَهِيدٌ100.7
উচ্চারণ ১০০.৭। অইন্নাহূ ‘আলা-যা-লিকা
লাশাহীদ্।
অনুবাদ ১০০.৭ আর নিশ্চয় সে এর উপর (স্বয়ং) সাক্ষী হয়।
وَإِنَّهُ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيدٌ100.8
উচ্চারণ ১০০.৮। অইন্নাহূ লিহুব্বিল্
খইরি লাশাদীদ্।
অনুবাদ ১০০.৮ আর নিশ্চয় ধন-সম্পদের লোভে সে প্রবল।
أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِي الْقُبُورِ100.9
উচ্চারণ ১০০.৯। আফালা- ইয়া’লামু
ইযা-বু’ছিরা মা-ফিল্ কুবুরি
অনুবাদ ১০০.৯ তবে কি সে জানে না যখন কবরে যা আছে তা উত্থিত হবে?
وَحُصِّلَ مَا فِي الصُّدُورِ100.10
উচ্চারণ ১০০.১০। অহুছছিলা মা-ফিছ্
ছুদূরি।
অনুবাদ ১০০.১০ আর অন্তরে যা আছে তা প্রকাশিত হবে।
إِنَّ رَبَّهُمْ بِهِمْ يَوْمَئِذٍ لَخَبِيرٌ 100.11
উচ্চারণ ১০০.১১। ইন্না রব্বাহুম্
বিহিম্ ইয়াওমায়িযিল লাখর্বী।
অনুবাদ ১০০.১১ নিশ্চয় তোমার রব সেদিন তাদের ব্যাপারে সবিশেষ অবহিত।
No comments