১০৩. সূরা আল-আছর বাংলা উচ্চারণ সহ অনুবাদ
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
উচ্চারণ বিসমিল্লাহির রাহমানির রাহিম
অনুবাদ পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর
নামে শুরু করছি।
وَالْعَصْرِ103.1
উচ্চারণ ১০৩.১। অল্ ‘আছ্রি
অনুবাদ ১০৩.১ সময়ের কসম,
إِنَّ الْإِنْسَانَ لَفِي خُسْرٍ103.2
উচ্চারণ ১০৩.২। ইন্নাল্ ইন্সা-না লাফী খুস্রিন্
অনুবাদ ১০৩.২ নিশ্চয় সকল মানুষ
ক্ষতিগ্রস্ততায় নিপতিত।
إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ 103.3
উচ্চারণ ১০৩.৩। ইল্লাল্লাযীনা আ-মানূ ওয়া ‘আমিলুছ্ ছোয়া -লিহা-তি অতাওয়া-
ছোয়াও বিল্ হাককি অ তাওয়া-ছোয়াওবিছ্ ছোয়াব্র্।
অনুবাদ ১০৩.৩ তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে, সৎকাজ করেছে, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে।
No comments