১০৪. সূরা হুমাযাহ বাংলা উচ্চারণ সহ অনুবাদ
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
উচ্চারণ বিসমিল্লাহির রাহমানির রাহিম
অনুবাদ পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর
নামে শুরু করছি।
وَيْلٌ لِكُلِّ هُمَزَةٍ لُمَزَةٍ104.1
উচ্চারণ ১০৪.১। অইলুল্লি কুল্লি হুমাযা-তি ল্লুমাযাতি।
অনুবাদ ১০৪.১ দুর্ভোগ প্রত্যেকের
যে সামনে নিন্দাকারী ও পেছনে গীবতকারী।
الَّذِي جَمَعَ مَالًا وَعَدَّدَهُ104.2
উচ্চারণ ১০৪.২। নিল্লাযী জ্বামা‘আ মা-লাওঁ অ‘আদ্দাদাহূ।
অনুবাদ ১০৪.২ যে সম্পদ জমা করে
এবং বার বার গণনা করে।
يَحْسَبُ أَنَّ مَالَهُ أَخْلَدَهُ104.3
উচ্চারণ ১০৪.৩। ইয়াহ্সাবু আন্না মা- লাহূ য় আখ্লাদাহ্।
অনুবাদ ১০৪.৩ সে মনে করে তার সম্পদ
তাকে চিরজীবি করবে।
كَلَّا لَيُنْبَذَنَّ فِي الْحُطَمَةِ104.4
উচ্চারণ ১০৪.৪। কাল্লা-লাইয়ুম্বাযান্না ফিল্ হুত্বোয়ামাহ্।
অনুবাদ ১০৪.৪ কখনো নয়, অবশ্যই সে
নিক্ষিপ্ত হবে হুতামা’য়।
وَمَا أَدْرَاكَ مَا الْحُطَمَةُ104.5
উচ্চারণ ১০৪.৫। অমা-আদ্রা-কা মাল্ হুত্বোয়ামাহ্
অনুবাদ ১০৪.৫ আর কিসে তোমাকে জানাবে
হুতামা কি?
نَارُ اللَّهِ الْمُوقَدَةُ104.6
উচ্চারণ ১০৪.৬। না-রুল্লা-হিল্ মূক্বদাতু
অনুবাদ ১০৪.৬ আল্লাহর প্রজ্জ্বলিত
আগুন।
الَّتِي تَطَّلِعُ عَلَى الْأَفْئِدَةِ104.7
উচ্চারণ ১০৪.৭। আল্লাতী তাত্ত্বোয়ালিউ’‘আলাল্ আফ্য়িদাহ্।
অনুবাদ ১০৪.৭ যা হৃৎপিণ্ড পর্যন্ত
পৌঁছে যাবে।
إِنَّهَا عَلَيْهِمْ مُؤْصَدَةٌ104.8
উচ্চারণ ১০৪.৮। ইন্নাহা- ‘আলাইহিম্ মু’ছোয়াদাতুন্
অনুবাদ ১০৪.৮ নিশ্চয় তা তাদেরকে
আবদ্ধ করে রাখবে
فِي عَمَدٍ مُمَدَّدَةٍ 104.9
উচ্চারণ ১০৪.৯। ফী ‘আমাদিম্ মুমাদ্দাহ্
অনুবাদ ১০৪.৯ প্রলম্বিত স্তম্ভসমূহে।
No comments