১০৬. সুরা কুরাইশ বাংলা উচ্চারণ সহ অনুবাদ
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
উচ্চারণ বিসমিল্লাহির রাহমানির রাহিম
অনুবাদ পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর
নামে শুরু করছি।
لِإِيلَافِ قُرَيْشٍ106.1
উচ্চারণ ১০৬.১। লিঈলা-ফি কুরইশিন্।
অনুবাদ ১০৬.১ যেহেতু কুরাইশ অভ্যস্ত,
إِيلَافِهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ106.2
উচ্চারণ ১০৬.২। ঈলা-ফিহিম্ রিহ্লাতাশ্ শিতা-য়ি অছ্ছোয়াইফ্।
অনুবাদ ১০৬.২ শীত ও গ্রীষ্মের সফরে
তারা অভ্যস্ত হওয়ায়।
فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ106.3
উচ্চারণ ১০৬.৩। ফাল্ইয়া’বুদূ রব্বাহা-যাল্ বাইতি
অনুবাদ ১০৬.৩ অতএব তারা যেন এ গৃহের
রবের ‘ইবাদাত করে,
الَّذِي أَطْعَمَهُمْ مِنْ جُوعٍ وَآمَنَهُمْ مِنْ خَوْفٍ 106.4
উচ্চারণ ১০৬.৪। ল্লাযী আত্ব‘আমাহুম্ মিন্ জুইঁও ওয়া আ-মানাহুম্ মিন্ খাওফ্।
অনুবাদ ১০৬.৪ যিনি ক্ষধত্বায় তাদেরকে আহার দিয়েছেন আর ভয় থেকে তাদেরকে নিরাপদ করেছেন।
No comments