১০৭. সূরা আল মাউন বাংলা উচ্চারণ সহ অনুবাদ

সূরা-১০৭: আল মাউন 

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ  

উচ্চারণ বিসমিল্লাহির রাহমানির রাহিম  

অনুবাদ পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ107.1  

উচ্চারণ ১০৭.১। আরয়াইতাল্লাযী- ইয়ুকায্যিবু বিদ্দীন্।  

অনুবাদ ১০৭.১ তুমি কি তাকে দেখেছ, যে হিসাব- প্রতিদানকে অস্বীকার করে?

فَذَلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ107.2  

উচ্চারণ ১০৭.২। ফাযা-লিকাল্লাযী ইয়াদু’উ’ল্ ইয়াতীমা  

অনুবাদ ১০৭.২ সে-ই ইয়াতীমকে কঠোরভাবে তাড়িয়ে দেয়,

وَلَا يَحُضُّ عَلَى طَعَامِ الْمِسْكِينِ107.3  

উচ্চারণ ১০৭.৩। অলা-ইয়াহুদ্ব্দু ‘আলা-তোয়া‘আ- মিল্ মিসকীন্।  

অনুবাদ ১০৭.৩ আর মিসকীনকে খাদ্যদানে উৎসাহ দেয় না।

 فَوَيْلٌ لِلْمُصَلِّينَ107.4  

উচ্চারণ ১০৭.৪। ফাওয়াইলুল্লিল্ মুছোয়াল্লীনা।  

অনুবাদ ১০৭.৪ অতএব সেই সালাত আদায়কারীদের জন্য দুভোর্গ ,

الَّذِينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُونَ107.5  

উচ্চারণ ১০৭.৫। ল্লাযীনাহুম্ ‘আন্ ছলা-তিহিম্ সা-হূন্।  

অনুবাদ ১০৭.৫ যারা নিজদের সালাতে অমনোযোগী,

الَّذِينَ هُمْ يُرَاءُونَ107.6  

উচ্চারণ ১০৭.৬। আল্লাযীনা হুম্ ইয়ুরা-য়ূনা  

অনুবাদ ১০৭.৬ যারা লোক দেখানোর জন্য তা করে,

وَيَمْنَعُونَ الْمَاعُونَ 107.7  

উচ্চারণ ১০৭.৭। অইয়াম্ না‘ঊনাল্ মা-‘ঊন্।  

অনুবাদ ১০৭.৭ এবং ছোট-খাট গৃহসামগ্রী দানে নিষেধ করে।

No comments

Powered by Blogger.