১১১. সূরা আল-লাহাব বাংলা উচ্চারণ সহ অনুবাদ

সুরা নং – ১১১ : আল-লাহাব (জ্বলন্ত অংগার)

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

 উচ্চারণ: বিসমিল্লাহির রাহমানির রাহিম

 অনুবাদ : পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ111.1

 উচ্চারণ: ১১১.১। তাব্বাত্ ইয়াদা য় আবী লাহাবিঁও অতাব্।

 অনুবাদ :১১১.১ ধ্বংস হোক আব ক্র লাহাবের দু হাত এবং সে নিজেও ধ্বংস হোক।

مَا أَغْنَى عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ111.2

 উচ্চারণ: ১১১.২। মা য় আগ্না-‘আন্হু মা-লুহূ অমা-কাসাব্

 অনুবাদ : ১১১.২ তার ধন-সম্পদ এবং যা সে অর্জন করেছে তা তার কাজে আসবে না।

سَيَصْلَى نَارًا ذَاتَ لَهَبٍ111.3

 উচ্চারণ: ১১১.৩। সাইয়াছ্লা- না-রন্ যা-তা লাহাবিঁও।

 অনুবাদ : ১১১.৩ অচিরেই সে দগ্ধ হবে লেলিহান আগুনে।

وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ111.4

 উচ্চারণ: ১১১.৪। অম্রয়াতুহ্; হাম্মা-লাতাল্ হাত্বোয়াব্।

 অনুবাদ : ১১১.৪ আর তার স্ত্রী লাকড়ি বহনকারী,

فِي جِيدِهَا حَبْلٌ مِنْ مَسَدٍ111.5

 উচ্চারণ: ১১১.৫। ফী জ্বীদিহা-হাব্লুম্ মিম্ মাসাদ্।

 অনুবাদ : ১১১.৫ তার গলায় পাকানো দড়ি।

No comments

Powered by Blogger.