১১০. আন-নাসর বাংলা উচ্চারণ সহ অনুবাদ
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
উচ্চারণ বিসমিল্লাহির রাহমানির রাহিম
অনুবাদ পরম করুণাময় অতি দয়ালু
আল্লাহর নামে শুরু করছি।
إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ110.1
উচ্চারণ ১১০.১। ইযা-জ্বা-য়া নাছ্রুল্লা-হি অল্ফাত্হু
অনুবাদ ১১০.১ যখন আল্লাহর
সাহায্য ও বিজয় আসবে,
وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا110.2
উচ্চারণ ১১০.২। অরয়াইতান্না-সা ইয়াদ্খুলূনা ফী দীনিল্ লা-হি আফ্ওয়া-জ্বা-।
অনুবাদ ১১০.২ আর তুমি লোকদেরকে
দলে দলে আল্লাহর দীনে দাখিল হতে দেখবে,
فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ
إِنَّهُ كَانَ تَوَّابًا 110.3
উচ্চারণ ১১০.৩। ফাসাব্বিহ্ বিহাম্দি রব্বিকা অস্তার্গ্ফিহু; ইন্নাহূ কা-না
তাওয়্যা-বা-।
অনুবাদ ১১০.৩ তখন তুমি তোমার রবের সপ্রশংস তাসবীহ পাঠ কর এবং তাঁর কাছে ক্ষমা চাও নিশ্চয় তিনি তাওবা কবূলকারী।
No comments