৯৭. সূরা আল-কদর বাংলা উচ্চারণ সহ অনুবাদ
বিসমিল্লা-হির
রাহমা-নির রাহিম
إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ (١)
ইন্না--
আনযালনা-হু ফী লাইলাতিল ক্বদর।
আমি একে নাযিল করেছি শবে-কদরে।
وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ (٢)
অমা- আদ র-কা
মা-লাইলাতুল ক্বদর।
শবে-কদর সমন্ধে আপনি কি জানেন?
لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ (٣)
লাইলাতুল ক্বদরি
খাইরুম মিন আলফি শাহর।
শবে-কদর হল এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ।
تَنَزَّلُ الْمَلائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ مِنْ كُلِّ أَمْرٍ (٤)
তানাযযালুল
মালা--য়িকাতু অররূহু ফীহা- বিইযনি রব্বিহিম মিন কুল্লি আমর।
এতে প্রত্যেক কাজের জন্যে ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার
নির্দেশক্রমে।
سَلامٌ هِيَ حَتَّى مَطْلَعِ الْفَجْرِ (٥)
সালা-মুন হিয়া
হাত্তা-মাত্ব লাই’ল ফাজ্বর।
এটা নিরাপত্তা, যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে।
No comments