৯৯. সূরা আল-যিলযাল বাংলা উচ্চারণ সহ অনুবাদ

সুরা নং – ৯৯: আল-যিলযাল

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ  

উচ্চারণ বিসমিল্লাহির রাহমানির রাহিম  

অনুবাদ পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا99.1  

উচ্চারণ ৯৯.১। ইযা-যুল্যিলাতিল্ র্আদ্বু যিল্যা-লাহা-।  

অনুবাদ ৯৯.১ যখন প্রচন্ড- কম্পনে যমীন প্রকম্পিত হবে

وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا99.2  

উচ্চারণ ৯৯.২। অআখ্রজ্বাতিল্ আরদু আছ্ক্ব-লাহা-।  

অনুবাদ ৯৯.২ আর যমীন তার বোঝা বের করে দেবে,

وَقَالَ الْإِنْسَانُ مَا لَهَا99.3  

উচ্চারণ ৯৯.৩। অক্ব-লাল্ ইনসা-নু মা- লাহা-।  

অনুবাদ ৯৯.৩ আর মানুষ বলবে, ‘এর কী হল?’

يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا99.4  

উচ্চারণ ৯৯.৪। ইয়াওমায়িযিন্ তুহাদ্দিছু আখ্বা-রহা-।  

অনুবাদ ৯৯.৪ সেদিন যমীন তার বৃত্তান্ত বর্ণনা করবে,

 بِأَنَّ رَبَّكَ أَوْحَى لَهَا99.5  

উচ্চারণ ৯৯.৫। বিআন্না রব্বাকা আওহা-লাহা-।  

অনুবাদ ৯৯.৫ যেহেতু তোমার রব তাকে নির্দেশ দিয়েছেন।

 يَوْمَئِذٍ يَصْدُرُ النَّاسُ أَشْتَاتًا لِيُرَوْا أَعْمَالَهُمْ99.6  

উচ্চারণ ৯৯.৬। ইয়াওমায়িযিঁই ইয়াছ্দুরু ন্না-সু আশ্তা-তাল্ লিইয়ুরাও আ‘মা-লাহুম্।  

অনুবাদ ৯৯.৬ সেদিন মানুষ বিক্ষিপ্তভাবে বের হয়ে আসবে যাতে দেখানো যায় তাদেরকে তাদের নিজদের কৃতকর্ম।

 فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ99.7  

উচ্চারণ ৯৯.৭। ফামাইঁ ইয়া’মাল্ মিছ্ক্ব-লা র্যারতিন্ খইরঁই ইয়ারহ্।  

অনুবাদ ৯৯.৭ অতএব, কেউ অণু পরিমাণ ভালকাজ করলে তা সে দেখবে,

وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ 99.8  

উচ্চারণ ৯৯.৮। অমাইঁ ইয়া’মাল্ মিছ্ক্ব-লা র্যারতিন্ র্শারইঁ ইয়ারহ্  

অনুবাদ ৯৯.৮ আর কেউ অণু পরিমাণ খারাপ কাজ করলে তাও সে দেখবে।

No comments

Powered by Blogger.