রিয়াদুস সালেহীন অধ্যায় "ই‘তিকাফ (ইবাদত-উপাসনার জন্য একান্তে অবস্থান করা)" হাদীস নং ১২৭৬-১২৭৮
ই‘তিকাফ (ইবাদত-উপাসনার জন্য একান্তে অবস্থান করা)
পরিচ্ছেদ - ২৩২
রমযান
মাসে ই‘তিকাফ সম্পর্কে
১২৭৬
عَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنهُمَا،
قَالَ: كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم يَعْتَكِفُ
العَشْرَ الأَوَاخِرَ مِنْ رَمَضَانَ . متفقٌ عَلَيْهِ
আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, ‘নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া
সাল্লাম) রমযানের শেষ দশকে ই‘তিকাফ করতেন।’
(সহীহুল বুখারী ২০২৫,
মুসলিম ১১৭১, আবূ দাউদ ২৪৬৫, ইবনু মাজাহ ১৭৭৩, আহমাদ ৬১৩৭)
হাদিসের মানঃ সহিহ হাদিস
·
১২৭৭
وَعَنْ عَائِشَة رَضِيَ اللهُ عَنهَا:
أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَعْتَكِفُ العَشْرَ الأوَاخِرَ مِنْ
رَمَضَانَ، حَتَّى تَوَفَّاهُ اللهُ تَعَالَى، ثُمَّ اعْتَكَفَ أَزْوَاجُهُ مِنْ
بَعْدِهِ . متفقٌ عَلَيْهِ
আয়েশা
(রাঃ) থেকে বর্ণিতঃ
‘নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
রমযানের শেষ দশকে মহান আল্লাহ তাঁকে মৃত্যুদান করা পর্যন্ত ই‘তিকাফ করেছেন। তাঁর
(তিরোধানের) পর তাঁর স্ত্রীগণ ই‘তিকাফ করেছেন।’
(সহীহুল বুখারী ২০২৬,
মুসলিম ১০৭২, তিরমিযী ৭৯০, আবূ দাউদ ২৪৬২, আহমাদ ২৩৬১১, ২৩৭১৩, ২৪০২৩, ২৪০৯২, মলে ৬৯৯)
হাদিসের মানঃ সহিহ হাদিস
·
১২৭৮
وَعَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه،
قَالَ: كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَعْتَكِفُ فِي كُلِّ رَمَضَانَ
عَشْرَةَ أَيَّامٍ، فَلَمَّا كَانَ العَامُ الَّذِي قُبِضَ فِيهِ اعْتَكَفَ
عِشْرِينَ يَوْماً . رواه البخاري
আবূ
হুরাইরা (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, ‘নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া
সাল্লাম) প্রত্যেক রমযান মাসের (শেষ) দশদিন ই‘তিকাফ করতেন। তারপর যে বছরে তিনি
দেহত্যাগ করেন, সে বছরে বিশ দিন ই‘তিকাফ করেছিলেন।’
(সহীহুল বুখারী ২০৪৪,
৪৯৯৮, তিরমিযী ৭৯০, আবূ দাউদ ২৪৬৬, ইবনু মাজাহ ১৭৬৯, আহমাদ ৭৭২৬, ৮২৩০, ৮৪৪৮, ৮৯৫৯,
দারেমী ১৭৭৯)
হাদিসের মানঃ সহিহ হাদিস
No comments