হাদীসের নামে জালিয়াতি -ঊনবিংশ অধ্যায় - সতুরবায়ে মুহাম্মাদী বা রাসূলুল্লাহ ﷺ-এর সৃষ্টির মাটি

১৯. রাসূলুল্লাহ ﷺ, আবূ বাকর উমার (রা) একই মাটির

রাসূলুল্লাহ ()-এর নূর নিয়ে যেমন অনেক বানোয়াট, ভিত্তিহীন মিথ্যা কথা প্রচলিত হয়েছে, তেমনি তাঁর সৃষ্টির মাটি বিষয়েও কিছু কথা বর্ণিত হয়েছে। একটি হাদীসে বর্ণিত হয়েছে:

إن اللهَ خَلَقَنِي وخَلَقَ أبَا بَكْرٍ وَعُمَرَ مِنْ تُرْبَةٍ وَاحِدَةٍ، وَفِيْهَا نُدْفَنُ

‘‘মহান আল্লাহ আমাকে, আবূ বাকরকে উমারকে একই মাটি থেকে সৃষ্টি করেছেন এবং সে মাটিতেই আমাদের দাফন হবে।’’

হাদীসটি বিভিন্ন সনদে বর্ণিত। প্রত্যেকটি সনদই দুর্বল। ইবনুল জাওযী একটি সনদকেজাল অন্যটিকে অত্যন্ত দুর্বল বলে উল্লেখ করেছেন। পক্ষান্তরে সুয়ূতী, ইবনু আর্রাক, তাহির পাটনী প্রমুখ মুহাদ্দিস উল্লেখ করেছেন যে, দুটি সনদ ছাড়াওহাদীসটিআরো কয়েকটি দুর্বল সনদে বর্ণিত হয়েছে। সকল সনদে দুর্বল রাবী থাকলেও মিথ্যায় অভিযুক্ত নেই। কাজেই সামগ্রিকভাবে হাদীসটিহাসানবা গ্রহণযোগ্য বলে গণ্য[1]

[1] ইবনু আদী, আল-কামিল /১৫০; খতীব বাগদাদী, তারীখ বাগদাদ /৩১৩; দাইলামী, আল-ফিরদাউস /২৪৯, /২৯; ইবনুল জাওযী, আল-মাউদূআত /২৪৪, ২৪৫; আল-ইলাল আল-মুতানাহিয়া /১৯৮; যাহাবী, মীযানুল তিদাল /৫৪৩, /২৭৬; ইবনু হাজার, লিসানুল মীযান /১২০, ৩০৬; সুয়ূতী, আল-লাআলী /৩০৯-৩১০; ইবনু আর্রাক, তানযীহ /৩৪৯, ৩৭৩-৩৪৭; তাহির পাটনী, তাযকিরা, পৃ. ৯৩-৯৪; শাওকানী, আল-ফাওয়াইদ /৪২৮-৪২৯

 ২০. রাসূলুল্লাহ (ﷺ), আলী (রা), হারূন ()... একই মাটির

 

৫ম শতকের প্রসিদ্ধ মুহাদ্দিস ঐতিহাসিক আহমাদ ইবনু আলী খতীব বাগদাদী বলেন.. আবূ ইসহাক ইবরাহীম ইবনুল হুসাইন ইবনু দাঊদ আল-কাত্তান ৩১১ হিজরীতে তার ছাত্র মুহাম্মাদ ইবনু ইসামঈলকে বলেছেন। আবূ ইসহাক বলেন, আমাদেরকে মুহাম্মাদ ইবনু খালাফ আল-মারওয়াযী বলেছেন, আমাদেরকে মূসা ইবনু ইবরাহীম আল-মারওয়াযী বলেছেন, আমাদেরকে ইমাম মূসা কাযিম বলেছেন, তিনি তাঁর পিতা ইমাম জাফর সাদিক থেকে, তিনি তাঁর পিতামহদের সূত্রে বলেছেন, রাসূলুল্লাহ  বলেন:

خُلِقْتُ أَنَا وَهَارُوْنُ بْنُ عِمْرَانَ وَيَحْيَى بْنُ زَكَرِيَّا وَعَلِيُّ بْنُ أَبِيْ طَالِبٍ مِنْ طِيْنَةٍ وَاحِدَةٍ

‘‘আমি, হারূন ইবনু ইমরান (), ইয়াহইয়া ইবনু যাকারিয়া () আলী ইবনু আবূ তালিব একই কাদা থেকে সৃষ্ট।[1]

লক্ষ্য করুন, সনদে রাসূল-বংশের বড় বড় ইমামদের নাম রয়েছে। কিন্ত মুহাদ্দিসগণ একমত যে, হাদীসটি জাল কথা। সনদের দুজন রাবী: মুহাম্মাদ ইবনু খালাফ তার উস্তাদ মূসা ইবনু ইবরাহীম উভয়ই জালিয়াতির অভিযোগে অভিযুক্ত। দুজনের একজন হাদীসটি বানিয়েছে। তবে জালিয়াতির ক্ষেত্রে প্রসিদ্ধি বেশি ছিল উস্তাদ মূসার[2]

[1] খতীব বাগদাদী, তারীখ বাগদাদ /৫৮
[2]
ইবনুল জাওযী, আল-মাউদূআত /২৫৩-২৫৪; যাহাবী, মীযানুল তিদাল /১৩৫; ইবনু হাজার, লিসানুল মীযান /১৫৭; সুয়ূতী, আল-লাআলী /৩২০; ইবনু আর্রাক, তানযীহ /৩৫১; শাওকানী, আল-ফাওয়াইদ /৪৩৩

 ২১. রাসূলুল্লাহ (ﷺ), ফাতেমা, হাসান, হুসাইন (রা) একই মাটির

আবূ নুআইম ইসপাহানীরফাযাইলুস সাহাবাহগ্রন্থে সংকলিত একটি হাদীসে রাসূলুল্লাহ  ফাতেমা (রা) হাসান-হুসাইন (রা) সম্পর্কে বলেছেন:

خُلِقْتُ وَخُلِقْتُمْ مِنْ طِيْنَةٍ وَاحِدَةٍ

‘‘আমি এবং তোমরা একই মাটি থেকে সৃষ্ট হয়েছি।’’

সুয়ূতী, ইবন আর্রাক প্রমুখ মুহাদ্দিস হাদীসটিকে জাল বলেছেন[1]

[1] সুয়ূতী, যাইলুল লাআলী, পৃ. ৬২; ইবনু আর্রাক, তানযীহ /৪০০

No comments

Powered by Blogger.